Posts

আমার অবস্থান- নাসির আব্দুল্লাহ

আমার অবস্থান- নাসির আব্দুল্লাহ ভারতীয় সীমান্তরক্ষীদের নির্বিচারে বাংলাদেশী নাগরিক হত্যা বিনা প্রতিবাদ-প্রতিরোধে অব্যাহতভাবে চলছে। গত কয়েক বছরের তুলনায় তিনগুণ বেড়ে গেছে সীমান্ত হত্যা। অথচ স্বাধীন –সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সরকার কিংবা অন্যান্য সক্রিয় রাজনৈতিক গোষ্ঠীগুলোর এ নিয়ে কোন মাথাব্যথা নেই বলেই মনে হচ্ছে। কেউ কেউ ক্ষীণস্বরে প্রতিবাদ করছেণ কিন্তু সরকারের মন্ত্রী এবং সরকারদলীয় নেতারা খোলাখুলি এ হত্যার পক্ষে যুক্তি যোগাড় করছেন এবং জনগণকে তা গিলানোর চেষ্টা করছেন। কিন্তু এ অনির্বাচিত সরকারে জনগণের আস্থা নেই ফলতঃ সরকারদলীয় নেতা-মন্ত্রীদের এরকম কুযুক্তিকে জনগণ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। সীমান্তে লাশের পর লাশের সারি যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আর স্বামী-পুত্রের গুলিবিদ্ধ লাশ হাতে বিধবা আর সন্তানহারা মা যখন বাংলাদেশের প্রতিচ্ছবি তখন বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি আর ভারতের মদদপুষ্ট সরকারের নির্লজ্জ দালালিই কি আমাদের বর্তমান আর ভবিষ্যত? না, আমি এ বর্তমানকে ঘৃণা করি আর এ ভবিষ্যতের পথে বাগড়া দিতে চাই। না, আমি এ হত্যার প্রতিবাদ করতে চাই। জনগণের মনে সাম্রাজ্যবাদী ভারতের বিরূদ্ধ